ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলের ট্যাঙ্কার সাগর নন্দিনী-২ এর আগুন সাড়ে ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তারা বলছেন, অসচেতনতা থেকেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।
অপরদিকে একই কোম্পানির ট্যাঙ্কারে বারবার দুর্ঘটনার ব্যাপারে কোস্ট গার্ডের অভিযোগ- ফিটনেসের কাগজপত্র চাওয়া হলেও সাড়া দিচ্ছে না সাগর নন্দিনীর কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি পৌর মিনি পার্কে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “দেশের জাহাজগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই বললেই চলে। এরা দুর্ঘটনাকবলিত না হলে আমাদের কখনোই ডাকে না।
অসচেতনতা থেকেই বারবার এমন ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, “এ ধরনের জাহাজগুলোতেও অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ থাকছে না। সাগর নন্দিনীতেও যে কোনো অসাবধানতা অসচেতনতা থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”
আগুন নেভানোর পর সাগর নন্দিনী-২ জাহাজটি এখন নিরাপদ রয়েছে জানিয়ে তিনি বলেন, “জাহাজের অবশিষ্ট চার লাখ লিটার পেট্রোলে আগুন লেগেছিল। তবে সেই তেল থেকে এখন আর দুর্ঘটনার সম্ভাবনা নেই।