ভোলা জেলা প্রতিনিধি।।মোহাম্মদ আরিফ
ভোলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২টি ব্যবসা প্রতিষ্ঠান । শনিবার (৪ মে) দুপুর ১২:৩০ সময়ের দিকে উকিল পাড়া নুর সাইকেলের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে ২ টি প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠান দুইটির মালিক । প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটা শব্দ হয়ে বিদ্যুতের তার থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ভোলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফারুক আহম্মেদ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, দুপুর ১২:৩০ টার দিকে জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে দুই ঘণ্টা সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডে মূল কারন সম্পর্কে জানা যাবে।