আজকের গণমত ডেস্ক।।‘বরিশালের ১০ থানায় মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এরই মধ্যে পুরোনো তালিকা যাচাই-বাছাই চলছে। নতুন তালিকা অনুযায়ী পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে।’
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য দেন পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।
এ সময় তিনি বলেন, ‘গত এক বছরে বরিশাল জেলায় ৪ হাজার ২২৫ মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলার আসামিদের কি অবস্থা, নতুন করে মাদক কারবারি কারা এসব বিষয়ে তথ্য নেওয়ার জন্য প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আপডেট তালিকা তৈরি হচ্ছে। দেখা যায় বিভিন্ন সময়ে শুধু মাদক বহনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কিন্তু গডফাদারদের বিষয় কোনো তথ্য থাকে না। আমরা চেষ্টা করব এবারের এই তালিকায় গডফাদার থেকে শুরু করে মজুতদার ও মাদক বহনকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করার।’
পুলিশ সুপার জানান, এক জরিপে দেখা গেছে সমাজে প্রভাবশালী, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাদক বেচাকেনা হতো। এমনকি পুলিশ, গণমাধ্যমকর্মী থেকে বিভিন্ন দলের পাতি নেতারা এখান থেকে অর্থ নিত। আমরা তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করব, যাতে করে মাদকের বিস্তার রোধ করা যায়। এরই মধ্যে বরিশালের সীমান্তবর্তী এলাকা ও নৌপথে মাদক চোরাচালানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।