বরগুনা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ও ২০ ট্রলারসহ ২৫০ জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার দমকা হাওয়ায় উল্টে যায়। এসময় পার্শ্ববর্তী অন্যান্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।
এছাড়াও পাথরঘাটার ২০ টি মাছ ধরার ট্রলারসহ ২৫০ জনের মতো জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। নিখোঁজ ট্রলারের খোঁজ নেয়া হচ্ছে।
কোষ্টগার্ড পাথরঘাটা স্টেশন সূত্র জানিয়েছে, খোঁজ না পাওয়া ট্রলার ও জেলেদের খোঁজ নিতে চেষ্টা করা হচ্ছে। অন্যান্য স্টেশনকে এ বিষয় অবগত করা হয়েছে।