মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অসদাচরনের অভিযোগ প্রমানিত হওয়ায় ১ যুবদল নেতাকে বহিষ্কার ও ১ ছাত্রদল নেতার পদ স্থগিত করে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মোঃ সোহাগ বদ্দার। এবং পদ স্থগিত ছাত্রদল নেতা মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান কিরন।
শুক্রবার (১৬আগস্ট) রাতে ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সাংসদ আলহাজ¦ নাজিম উদ্দিন আলম ও উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরীর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজির আহম্মেদ মিয়া তার পাজেরো গাড়ি নিয়ে কোরালিয়া বাজারে গেলে যুবদল নেতা সোহাগ বদ্দার ও কলেজ ছাত্রদল নেতা কিরন অতর্কিত হামলা চালায়। এসময় সাবেক উপজেলা চেয়োরম্যানের পাজেরো গাড়িটি ভাঙচুর করে তারা।
এছাড়াও ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে বহিষ্কৃত যুবদল নেতা সোহাগ বদ্দারের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, এক ব্যক্তি কুপিয়ে জখম, মারধর ও দখলবাজির মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
এব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন জানান, যুবদল নেতা সোহাগ বদ্দার ও কলেজ ছাত্রদল নেতা কিরনের বিরুদ্ধে দলিয় শৃঙ্খলা ভঙ্গ ও নানাবিধ অপরাধের তথ্য প্রমানিত হয়েছে। ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সাংসদ আলহাজ¦ নাজিম উদ্দিন আলম ও উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সামস উদ্দিন বাচ্চু চৌধুরীর নির্দেশক্রমে অভিযুক্ত যুবদল নেতা সোহাগ বদ্দারকে যুবদল থেকে বহিষ্কার ও সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদি হাসান কিরনের পদ স্থগিত করে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।