〉
বাকেরগঞ্জ প্রতিনিধি॥
বাকেরগঞ্জের পৌরসভার ৪ নং ওয়ার্ডের আইয়ুব আলী নামের এক অসহায় ব্যক্তির জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা চালাচ্ছে স্থানীয় কিছু ভূমিদস্যুরা। জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রুস্তম আলী সড়কের বাসিন্দা মৃত ছত্তার খানের পুত্র আইয়ুব আলী ওয়ারিশসূত্রে দলিল মুলে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন। পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আ. মান্নান চৌধুরীর পুত্র ফোরকান চৌধুরী, জোড়পূর্বক দখল করার পায়তারায় লিপ্ত আছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ আনুমানিক সকাল ১০ টায় ফোরকান চৌধুরী জমি দখল দিতে উদ্দেশ্য প্রণিত হয়ে বাকেরগঞ্জ থানা ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত অভিযোগ প্রসঙ্গে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কোন সত্যতা পায়নি । ঘটনা স্থল থেকে বাকেরগঞ্জ থানা পুলিশ সত্যতা না পেয়ে চলে আসলে, পরোলভি মামলাবাজ ফোরকান চৌধুরী উপায়ান্ত না পেয়ে জমি দখলের উদ্দেশ্যে বরিশালে গিয়ে বিজ্ঞ আদালতে একটি এমন,পি মামলা করেন যাহার মামলা নং ৩২১/২০২১
আইয়ুব আলীর দখলীয় সম্পত্তির মধ্যে অনধিকার প্রবেশ করে দখলে চেষ্টা করেন ফোরকান চৌধুরী । আইয়ুব আলী কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের ভিডিও সাক্ষাৎকারে বলেন আমি ওয়ারিশ অনুযায়ী জেল নং ৪৬ মৌজা ভরপাশা, আর,এসে খতিয়ান নং ২৫৯৩ আর,এস দাগ নং ৯৮৫,এস,এ খতিয়ান২৬০৬ হাল দাগ নং ৯৮৫,বি,এস, খতিয়ান ১৩৪,১২৪,৪৭,৯৫ ,বি, এস, দাগ নং ৩৩০,৩২৯,৩২২,৩২১, জমির পরিমাণ ১১ শতাংশ, উখিত আর, এস, বি, এসর , ওয়ারিশ সূত্রে মালিক আমরা থাকলেও ফোরকান চৌধুরী জমি দখল দেওয়ার জন্য চেষ্টা চালায় তার অত্যাচারে আমি ও আমার পরিবারের লোকজন অতিষ্ঠ । এই পরোলভি মামলাবাজ ফোরকান চৌধুরীর হাত থেকে রক্ষা পেতে ও আমাদের সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।