সন্দ্বীপ প্রতিনিধি আমিনুল ইসলাম রিয়াদ
আজ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে, বিকেল সাড়ে ৪টায় উপজেলার প্রানকেন্দ্র এনাম নাহার মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সন্দ্বীপের দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ যোগদান করে ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা ও প্রতিবাদ জানায়, একই সাথে ইসকনকে নিষিদ্ধের জোর দাবী করা হয়।বিক্ষোভ মিছিলটি এনাম নাহার মোড় থেকে গুপ্তছড়া সড়ক হয়ে খন্তার হাট গিয়ে সেখান থেকে পন্ডিতের হাট ঘুরে পুনরায় এনাম নাহার মোড়ে এসে সমাবেশ করে।
সমাবেশে ইসকন কতৃক চট্টগ্রাম জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা, মসজিদে হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর উপর এসিড নিক্ষেপসহ রাষ্ট্র বিরোধী কার্যক্রম ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ। একইসাথে সন্দ্বীপে ইসকনের কোন কার্যক্রম পরিচালনা করলে প্রতিরোধের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সমাবেশে সমাজকর্মী জনাব আকবর হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজকর্মী ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আলীম মেম্বার, হারামিয়া পল্লিমঙ্গল সমাজের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মামদুদুর রহমান, মাওলানা মুফতি আহসান উল্লাহ-কালাপানিয়া, মাওলানা আনোয়ার সাহেব-শারিকাইত, ছাত্র অধিকার পরিষদ সন্দ্বীপ উপজেলার আহবায়ক মো: ফারুক হোসাইন, যুগ্ন আহবায়ক ফারুক ভূঁইয়া, মেহেদী হাসান, ছাত্রনেতা মো: রাশেদ সর্দার, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সদস্য শাকিল খানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।