স্টাফ রিপোটার।। ২৬ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয় দ্বি বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
রুকন ( সদস্যদের) ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফিরোজ আলম।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্বাচিত আমীর কে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন
বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল নবীর তালুকদার ও বরিশাল জেলা অর্থ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি যথাক্রমে অধ্যাপক এইচএম জাফরুল্লাহ ও অধ্যাপক বশির উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা শামীমুল ইসলাম, পৌরসভা আমির মাওলানা নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান ।
ইউনিয়ন নেতৃবৃন্দ ও সকল রুকনগন উপস্থিত ছিলেন।