মোঃ সোহাগ হাওলাদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর দুপুর ১২ টায় বিদ্যালয়ের হল রুমে শিক্ষক শিক্ষার্থী ও মেনেজিং কমিটির আয়োজনে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দাতা সদস্য ও ম্যানেজিং কমিটি মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে,ও সহকারী শিক্ষক মোঃ মাহফুজুর রহমান গাজীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ শাহ-আলম,শেরে বাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,উজিরপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা পারভীন,অত্র বিদ্যালয়ের মেনেজিং কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান লিখন, হানুয়া বারপাইকা সঃ প্রাঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক,সহকারি ইনস্ট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মোঃ নুর হোসেন কামাল, উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ খলিলুর রহমান,মোঃ সোহাগ হাওলাদারসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষ মন্ডলী ও শিক্ষার্থীবিন্দু, এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামন ও আরো অনেক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।