বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অদ্য পহেলা জানুয়ারি সকাল ১০ টায় সদর রোডস্থ উপজেলা জাতীয় পার্টির কার্য্যলয়ে ব্যপক উৎসব মুখর পরিবেশে কেক কেটে অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা, দোয়া ও মিলাদ। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাননীয় এমপি বেগম নাসরিন জাহান রতনা, অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি গারুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইয়ুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ বশির আহমেদ সবুজ, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, ত্রান ও দুর্যোগ মোকাবিলা সম্পাদক কামাল হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম ক্রীড়া সম্পাদক ও ছাত্র সমাজের সভাপতি গাজী নুরুজ্জামান স্বপন, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল আজাদ, সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীরা, এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হলে সভাটি এক পর্যায় জন সভায় রুপ নেয়। নেতাকর্মীদের মুহু মুহু শ্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা জুড়ে, এ সময় দলিয় পতাকা ও বেলুন উড়িয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পাশাপাশি নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল প্রধান প্রধান সড়কে প্রদর্শন করা হয়।