বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামপুর কারিমিয়া হাসেমিয়া কওমিয়া মাদরাসার আয়োজনে আদর্শ দ্বীনি শিক্ষা ও আমলী জিন্দেগী গড়ার দৃঢ় প্রত্যয়ে ২০২২ সালের পরিকল্পনা উপস্থাপন, মাদরাসার সার্বিক বিষয়ে পরামর্শ উপলক্ষে সুধীজন ও সাংবাদিকদের সাথে শনিবার বেলা ১২ টায় মাদরাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা হাফেজ কাওসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামপুর মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান কবির,
জাকির জমাদ্দার, মোঃ হাবিবুর রহমান, দানিসুর রহমান লিমন, এস এম পলাশ, তালুকদার মোঃ জুয়েল, মোঃ সাইদুর রহমান, মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।
সভায় মাদরাসার আগামী ২০২২ সালের কর্মপরিকল্পনা তুলে ধরে সাংবাদিক ও সুধীজনদের সহযোগীতা কামনা করা হয়।
সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ মাসুদ সিকদার, বায়েজিদ বাপ্পি, মোঃ আবুল বাসার, মাসুদুর রহমান মোর্শেদ, গোলাম মোস্তফা তুহিন, মোঃ সোহেল রানা, মোঃ হাবিব আকন প্রমূখ।