ওয়েবডেস্ক: শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা।
এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার গভীর রাতে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের কিছু অংশে শনিবার ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হতে পারে শিলাবৃষ্টিও। ৩০–৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
অবশ্য রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।