শরীয়তপুর প্রতিনিধি।। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধানের অজুহাতে কোনো সংস্কার যেন আটকে না থাকে। পৃথিবীর কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি। বাংলাদেশেও জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি।
শনিবার (২৬ অক্টোবর) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আকাঙ্ক্ষায় ড. ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তাই ছাত্র-জনতার গণআকাঙ্ক্ষা উপলব্ধি করে রাষ্ট্রের সাংবিধানিক সংকট আপনাদেরই মোকাবিলা করতে হবে। এ দায়িত্ব সরকারের। আমরা বলেছি, এই সংকট নিরসনে জাতিকে বিভক্ত করা যাবে না। সব দল মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জামায়াতের এই নেতা বলেন, ‘গত ১৫-১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আন্দোলন করতে গিয়ে কেউ গুম-খুন হয়েছেন, কেউ হামলা-মামলার শিকার হয়েছেন। এসব অপকর্ম যারা করেছেন তাদের সবাই গ্রেপ্তার হননি। রক্তের দাগ এখনো শুকায়নি, বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এ জন্য সরকারের কাছে দাবি, খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। তারা মিথ্যা মামলা দিয়ে দেশের আলেম-ওলামাদেরও ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করেছে। আমাদের ওপর চরম জুলুম-নির্যাতন করেছেন শেখ হাসিনা।’
তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। বিদেশে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাসেমীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন, মাদারীপুর জেলার সাবেক আমির আব্দুস সোবহান, শরীয়তপুর জেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় প্রধান আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কে এম মকবুল হোসাইন।
সম্মেলনে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মজিবুর রহমান খান, জামায়াত নেতা হেদায়েত উল্যাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে সংগঠনের বিভিন্ন উপজেলার সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়।