1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamin830@gmail.com : Ajkerajker Ganamat : Ajkerajker Ganamat
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় সংবাদকর্মী আবশ্যক । যোগাযোগ: 01773730313
সংবাদ শিরোনাম :
সাংবাদিক অঙ্গনের নক্ষত্র জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন আর নেই পরিবেশ অধিদপ্তর ও ইয়ুথনেটের যৌথ উদ্যোগে বরিশালের বাজারে নিষিদ্ধ পলিথিন বন্ধে প্রচার অভিযান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু গৌরনদীতে ধরাছোঁয়ার বাইরে সাবেক মেয়র হারিসের ক্যাডার আকন আজাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা বাকেরগঞ্জে শ্লীলতাহানির প্রতিবাদ করায় ৪ জনকে পিটিয়ে আহত বাকেরগঞ্জের  সাবেক এমপি সহ বিএনপির ১২৫ নেতাকর্মী খালাস বাকেরগঞ্জ প্রধান শিক্ষক অর্ধ কোটি টাকা আত্মসাত করেও আছেন বহাল তবিয়তে। সংশ্লিষ্ট কর্মকর্তা নীরব ভূমিকায়। বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারম্যান, সিরাজুল হক হাওলাদার – এর অপসারণের দাবিতে মানববন্ধন । কাউখালীতে সংবাদ সম্মেলন করলেন ম্যানেজিং কমিটির বিরুদ্ধে প্রধান শিক্ষক

সাংবাদিক অঙ্গনের নক্ষত্র জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন আর নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ০ 0 বার সংবাটি দেখেছে

 

রাব্বী মোল্লা স্টাফ রিপোটার।। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন (৭৮) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে মুহম্মদ আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম ও মো. আবুল বাসার মজুমদার।

 

এর আগে বিশিষ্ট সাংবাদিক নেতা আলতাফ হোসেনের ছেলে মঞ্জুর হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম (টিটো) কে মোবাইল কলে বলেন, বাবা সংকটময় মুহূর্তে (আইসিইউতে) রয়েছেন। বাবার জন্য সবাই বিশেষ দোয়া করবেন।

 

জানা গেছে, দু’দিন আগে মুহম্মদ আলতাফ হোসেন স্বাভাবিক অবস্থায় শারীরিক ভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। এর কিছুক্ষন পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়।

 

মুহম্মদ আলতাফ হোসেন প্রথম জীবনে দৈনিক ইনকিলাব, দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকা অফিসে চাকুরি করেন। পরবর্তীতে তিনি চাকরির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন প্রবন্ধ, ছোট গল্প, কবিতা লেখালেখির সাথে কিছু পত্রিকা সম্পাদনা করেন। তার নিজ হাতে গড়া জাতীয় পাক্ষিক ‘সমতল’ পত্রিকা নিয়মিত প্রকাশ হয়ে আসছে।

 

তিনি, সাংবাদিক জগতে আত্মতুষ্টি ও সাংবাদিকদের জন্য ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। যার প্রতিটি শাখা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের কয়েকটি দেশে বিদ্যমান। শেষ জীবনঅব্দি তিনি সংগঠনটিকে নিজ সন্তানের মতো ভালোবেসে গেছেন। সৃষ্টি করে গেছেন হাজার হাজার সাংবাদিক নেতাকর্মী।

 

তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার হাজার হাজার নেতাকর্মীসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গণমাধ্যমে সুপরিচিত বরেন্দ্র এই সাংবাদিক নেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৫ অক্টোবর) বাদ জোহর মুগদা মায়াকানন সংস্থার প্রধান কার্যালয় সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে। জানাজা শেষে তাকে হয়ত তার নিজ এলাকা বাকেরগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হতে পারে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ