দক্ষিণবঙ্গ ডেস্ক// ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যার দাবি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলের। এবার সেই সদস্য যুক্তরাষ্ট্রে টেক্সাসে গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
অভিযুক্ত ব্যক্তির নাম রবার্ট ও’নিল। গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, প্রকাশ্যে নেশা করে মারধরের। এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর।
রবার্টের নাম প্রথম শোনা গিয়েছিল ২০১১ সালে। ৯/১১ হামলার মূলচক্রী ওসামা বিন লাদেনের হত্যার পর। তিনি দাবি করেছিলেন, তিনিই গুলি করে মেরেছেন লাদেনকে। ২০১৭ সালে তার স্মৃতিকথা ‘দ্য অপারেটরে’ও এসেছে সেই প্রসঙ্গ। যদিও মার্কিন প্রশাসন তার দাবিকে অস্বীকার যেমন করেনি, স্বীকৃতিও দেয়নি।