(নুরুজ্জামান খোকন) কাউখালি প্রতিনিধি।।
শিক্ষাই জাতির মেরুদন্ড,
তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব।
উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ শ্রেষ্ঠ সহকারি শিক্ষিক নির্বাচিত হলেন “কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” সহকারী শিক্ষিকা মঞ্জুয়ারা খানম।
অদ্য ১৮সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪ ঘটিকার সময় কাউখালী উপজেলা সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে যাচাই-বাছাই কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ কাউখালী উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফাহিমা খাতুন,প্রধান শিক্ষক শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃআবুল কালাম সহকারী শিক্ষক, কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা মঞ্জুয়ারা খানম সহকারী শিক্ষিকা, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কাব শিক্ষিকা জাহানারা খানম সহকারী শিক্ষক, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার: মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার,শির্ষা ক্লাস্টার।
শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়:২৫ নং কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নির্বাচিত সকলকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,কাউখালী উপজেলা শাখা ও সকল শিক্ষক -শিক্ষিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।