ঝালকাঠি প্রতিনিধিঃ
বিদেশিরা বাংলাদেশে এসে কাজ করতে চায়: আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশের উন্নয়নের ধারা দেখে বিদেশিরা বলছেন, আমাদের দেশে তোমাদের এসে কাজ করতে হবে না বরং আমাদের দেশের লোক তোমাদের দেশে গিয়ে কাজ করবে। এজন্য দেশের ইকোনোমিক জোনগুলো কাজে লাগাতে হবে
www.Ajkerganamat.com
সোমবার (২৩ মে) দুপুরে ঝালকাঠিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন সেটা বাস্তবায়ন করতে হলে দক্ষ জনশক্তির প্রয়োজন। ভবিষতে দক্ষ জনশক্তিই আমাদের দেশের জন্য সম্পদ হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।