মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় প্রতিবেদক রংপুর//
রংপুর জেলায় একমাত্র সরকারী ডাকের মাধ্যমে একমাস ব্যাপী যমুনেশ্বরী নদীর তীরে অনুষ্টিত হয় বদরগঞ্জ মেলা। প্রতি বছরের ন্যায় এবারো পৌষ মাসের ১৩তারিখে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২৮ডিসেম্বর) ফিতাকেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধক হিসাবে মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
জানা যায়,রংপুরের বদরগঞ্জে প্রতি বছর ১৩পৌষ থেকে একমাস ব্যাপী যমুনেশ্বরী নদীর তীরে মেলা বসে থাকে। সরকারী ডাকের মাধ্যমে ইজারা দেন স্থানীয় প্রশাসন। মেলায় শিশুদের বিনোদন মুলক আয়োজন সহ মেলার সার্কাস, হরেক রকম দোকানপাট ও বিশাল গরু মহিষের হাট বসে। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহসানুল হক চৌধুরী ডিউক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও মেলার পৃষ্ঠপোষক পৌর মেয়র আলহাজ্ব আহাসানুল হক চৌধুরী টুটুল, মেলার ইজারাদার সরওয়ার জাহান মানিক প্রমুখ। মহামারী করোনা পরিস্থিতিতে মেলা অনুষ্ঠিত হয়নি। এ মেলার নামে তৎকালীন জমিদারের কয়েক শ জমি রয়েছে। ওই জমির উপর বসানো হয় একমাস ব্যাপী মেলা। মেলায় আগত ব্যবসায়ী দর্শনার্থী ও বিনোদনমুখী মানুষের কথা চিন্তা করে পৌর মেয়র টুটুল চৌধুরী এ বছর কয়েক লাখ টাকার বালু ভরাট করে মেলার মাঠ উচু ও পুকুর খনন করেছেন। মুসলিম সম্প্রদায়ের জন্য নির্মান করা হয়েছে একটি মসজিদ। মেলায় আলোকসজ্জা ও পানীর ব্যবস্থা সহ দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তায় মেলা কমিটির কয়েকটি টিম গঠন করা হয়। মেলায় বিনোদনের জন্য রয়েছে দি লায়ন সার্কাস, ভুতের বাড়ি, নাগরদোলা,কুপের ভিতর মটরসাইকেল খেলা, শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন । এ ছাড়াও মেলায় হোটেল সহ বিভিন্ন দোকানপাট।
মেলার ইজারাদার সরওয়ার জাহান মানিক বলেছেন, একমাস ব্যাপী এ মেলা সরকারি নিয়মনীতি অনুযায়ী পরিচালনা সহ মেলাকে মাদকমুক্ত ঘোষনা করা হবে।