1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamin830@gmail.com : Ajkerajker Ganamat : Ajkerajker Ganamat
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় সংবাদকর্মী আবশ্যক । যোগাযোগ: 01773730313
সংবাদ শিরোনাম :
বাকেরগজ্ঞের সাবেক এমপির সহধর্মিণীর উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ। বরিশালে পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইটভাটা, অধিকাংশ ভাটায় পুড়ছে গাছ বরগুনার আমতলীতে একজন শিক্ষার্থীর জন্য চারজন শিক্ষক! বাকেরগঞ্জে দেশছাড়া করার হুমকি দেয়ায় সাংবাদিকদের মানববন্ধন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা বিএমপি বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। বাকেরগঞ্জ থানার এসআই এনামুল হকের বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জ থানার এসআই এনামুল হকের বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার কে উপহার  প্রদান করলেন আওয়ামী ওলামালীগ  চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

পাহাড়ঘেরা উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রামের অপূর্ব শোভা নজর কাড়বেই।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৫ 0 বার সংবাটি দেখেছে

 

সাইদুর রহমান সাঈদ

উত্তরবঙ্গে এমন বেশ কয়েকটি জায়গা আছে যেখানকার অসাধারণ শোভা রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়বে বিশ্বের তাবড় পর্যটন কেন্দ্রগুলিকে। সমতল থেকে বহু উঁচুতে একের পর এক পাহাড়-ঘেরা গ্রামে হরেক রঙের পাহাড়ি ফুলের অনন্য সাধারণ সৌন্দর্য্যে পর্যটকরা মোহিত হয়ে যান। এই প্রতিবেদনে তেমনই একটি গ্রামের উল্লেখ পাবেন পাঠকরা। একবার যে গ্রামে ঢুঁ মারলে, ফিরতে মন চাইবে বারবার। দিন কয়েকের এই ‘বিলাসিতা’ জীবনভর স্মৃতির পাতায় রঙিন হয়ে থাকবে।

কালিম্পঙের সবুজ পাহাড়ে ঘেরা গ্রাম ভালুকহোপ। এগাঁয়ের সৌন্দর্য্যের কথা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। সমুদ্রপৃষ্ঠ এই এলাকার উচ্চতা প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট। নির্জন-নিরিবিলি এতল্লাটে মন পাবে আরাম। ছোট্ট এই গ্রামের বাসিন্দাদের অসাধারণ আতিথেয়তা উপরি পাওনা। শীতকাল তো বটেই, তাছাড়াও বছরে যে কোনও সময়ে এই গ্রামে একবার ঢুঁ মেরে আসতে পারেন। পছন্দের সঙ্গী বা পরিবারের সদস্যদের নিয়ে নিরিবিলি-নিরালায় দিন কয়েকের ছুটি কাটানোর জন্য এতল্লাটের যেন জুড়ি নেই।

 

আরও পড়ুন- পাহাড়ঘেরা গ্রামের বুক চিরেছে নদী, উত্তরবঙ্গের অসাধারণ এপ্রান্ত অনেকেরই অজানা!

কীভাবে যাবেন ভালুকহোপ গ্রামে?

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কালিম্পঙের গাড়ি পেয়ে যাবেন। কালিম্পঙে পৌঁছে সেখান থেকে ভালুকহোপ গ্রামের উদ্দেশে রওনা দিতে পারেন। কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কথাবার্তা সেরে নিলে সরাসরি সেই গাড়িই আপনাকে পৌঁছে দেবে পাহাড়ঘেরা কালিম্পঙের ভালুকহোপ গ্রামে।

এখানে কী কী দেখবেন?

দিন কয়েকের ছুটিতে গেলে প্রথম দিনটি রেখে দিন স্থানীয় এলাকায় ঘোরবার জন্য। পায়ে হেঁটেই ছোট্ট এই গ্রামে একবার হেঁটে আসতে পারেন। মন ভুলিয়ে দেওয়ার মতো অপরূপ সৌন্দর্যের ষোলোআনা স্বাদ মিলবে। প্রতিটি বাড়িতেই লাল, নীল, সবুজ, বেগুনি রঙের পাহাড়ি ফুল। তবে এই এলাকার ৮-১০ কিলোমিটারের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখান থেকেই গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন ডেলো পার্ক থেকে। ডেলো পাহাড়ের উপরের এই এলাকায় বর্তমানে স্কাই ড্রাইভিং রাইড বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়াও হনুমান মন্দির, বুদ্ধ মূর্তি, গুরু পদ্মসম্ভবের মূর্তি ঘুরে দেখে আসতে পারেন। কেনাকাটার ইচ্ছে থাকলে কালিম্পঙ বাজারে চলে যান।

আরও পড়ুন- কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, মন জুড়োবে অসাধারণ এই নদীপাড়

ভালুকহোপ গ্রামে থাকার বন্দোবস্ত কী?

ভালুকহোপে বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। এঁদের আতিথেয়তাও নজরকাড়া। গুগুলে সার্চ করে হোম স্টেগুলিতে রুম বুক করে নিতে পারেন। চাইলে সেখানেই থাকতে পারেন। এছাড়াও রয়েছে ভালুকোপ ইকো রিসর্ট, ফোন নম্বর- 9007224814/9163428385।

আরও পড়ুন- নির্জন সমুদ্রে লাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ