রাকিব হোসেন মিলন
স্টাফ রিপোর্টার
সামাদের বয়স নব্বইয়ের কোঠায়। এই বয়স্ক মানুষ টি এখনো প্রতিনিয়ত ছুটছেন আয় রোজগারের লক্ষ্যে।যে বয়সে মাানুষ বিশ্রামে থেকে আরাম আয়েশে নিজের জীবন কাটিয়ে দেওয়ার কথা সে বয়সে সীমাহীন ঘাম আর প্রচন্ড রোদ্দুরে জীবন ও জীবীকার লক্ষ্যে তিনি রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন।
বয়সের ভারে ন্যুব্জ হয়ে আসা আবদুস সামাদের মাথায় এমনই ভারী বোঝা তুলে দিয়েছে জীবনের নিষ্ঠুর বাস্তবতা। নির্মম এই জীবন তাঁকে দিয়েছে চরম দারিদ্র্যতা।
আকাশে তখন তপ্ত রোদ। ছাতা ছাড়া রাস্তায় বের হওয়াই কঠিন। এমন রোদের ভেতরে মাথায় গামলাভর্তি পাঁপড় নিয়ে বিক্রির উদ্দেশ্যে পথে নেমেছেন আবদুস সামাদ। বয়সের ভারে তাঁর পিঠ কুঁজো হয়ে গেছে।
আবদুস সামাদ জানান তাঁর বয়স ৯৬ বছর। জানালেন, গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা গ্রামে। তিনি ১৫ বছর ধরে আজিমপুর এলাকায় পাঁপড় বিক্রি করছেন। মেয়ের সঙ্গে থাকেন রাজধানীর লালবাগ থানার শহীদনগরের একটি ভাড়া বাসায়। দুই কক্ষের ওই বাসায় মোট ছয়জন থাকেন। মেয়ের সঙ্গে থাকলেও প্রতি মাসে আবদুস সামাদকে বাসা ভাড়া বাবদ গুনতে হয় ৪০০ টাকা। খাওয়া ও অন্যান্য খরচ সবই তুলে দিতে হয় মেয়ের হাতে।
আবদুস সামাদের চার মেয়ে ও এক ছেলে। জীবিকার তাগিদে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন বেশ কয়েক বছর আগে। ঢাকায় ছেলে-মেয়েদের বিয়েও দিয়েছেন। তবে তাঁদের কেউ সচ্ছল নয়। দিনমজুর ও অন্যের বাসায় কাজ করে চলে তাঁদের সংসার। এর মধ্যে বৃদ্ধ বাবার থাকা-খাওয়ার ব্যবস্থা করার সামর্থ্য তাঁদের নেই। এ কারণে জীবনের শেষ প্রান্তে এসে এখনো জীবিকার জন্য ছুটে চলতে হচ্ছে সামাদকে।
আবদুস সামাদ আরো জানান, রাজধানীর কামরাঙ্গীরচর থেকে প্রতিদিন দিনে ৭০০-৮০০ টাকার পাঁপড় কেনেন। সেখান থেকে রিকশায় করে আজিমপুর এলাকায় এসে বিক্রি করেন। এসব পাঁপড় বিক্রি করে দিনে ২৫০-৩০০ টাকা আয় হয় তাঁর। এ দিয়েই কোনোমতে জীবন চালাচ্ছেন তিনি। সরকারের কাছ থেকে বয়স্ক ভাতা পেলেও স্বল্পমূল্যের চাল, ডাল, আটা, তেল কেনার কোনো কার্ড পাননি।একটু মানবিক সহযোগিতা পেলে এ মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সরকারের কাছে স্বল্প মূল্যের চাল,ডাল,আটা ও তেল কেনার টিসিবি কার্ডের আকুতি জানিয়েছেন তিনি।