নিজস্ব প্রতিবেদক//
বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতীয় সর্বশ্রেষ্ঠ শহীদ ঘোষণার দাবী জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টি -এনএলপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া।
এক বিবৃতিতে ন্যাশনাল লেবার পার্টি এনএলপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া বলেন, ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি , রক্ত আরও দিব তবুও এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
যুদ্ধের জন্য ইনশাআল্লাহ ব্যবহার করায় মুক্তিযুদ্ধ হয়েছিল একটি ধর্ম যুদ্ধ। আর ইনশাআল্লাহ ব্যবহার করা হলে তার সকল শুভাশুভ চলে যায় আল্লাহর দায়িত্বে ও নিয়ন্ত্রণে। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যুদ্ধের আহবানকারী বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের মুসলিম নেতা। আর এই মুসলিম নেতা যুদ্ধের পর যেখানে এবং যে অবস্থায়ই মিত্যুবরণ করেন না কেন তিনি শহীদ হবেন। কেননা কোন পাহারাদার কোন মানুষের সম্পদ পাহারা দেবার সময় লুন্ঠনকারী দ্বারা আক্রান্ত হয়ে হত্যা হলেও সেটি হত্যার মিত্যু নয় বরং তা শাহাদাতের মিত্যু। পুর্ব বাঙলার মানুষের অধিকার রক্ষার জন্য জীবন দেয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকা বঙ্গবন্ধুকে নিজ বাসায় হত্যার কারণে তার মিত্যু শাহাদাতের মিত্যু হয়েছে ইসলামিক নিয়মে।
১. জালিমের সঙ্গে অথবা নিজ পরিবার হেফাজতের লড়াইয়ে মৃত্যুবরণকারী। (আহমদ-১/১৯০পৃ: হা: ১৬৫৭),
২. নিজের জান-মাল ছাড়িয়ে আনা বা রক্ষা করার লড়াইয়ে নিহত ব্যক্তি। (আহমদ-১/১৮৭ পৃ: ১৬৩৩)
৩. কাফির, বিদ্রোহী বা ডাকাতের ওপর কৃত আক্রমণ উল্টে এসে আক্রমণকারীকেই আঘাত করেছে এবং এ আঘাতেই আক্রমণকারী নিহত হয়েছে। (বুখারি-৩/১০২৭ পৃ: হা: ৪১৯৬)
৪. আল্লাহর পথে শাহাদত লাভের প্রার্থনাকারী, কিন্তু স্বাভাবিক মৃত্যু তার সে বাসনা পূর্ণ করেনি। (মুসলিম-৩/১৫১পৃ: হা: ১৯০৯)
উপরোক্ত ৪ টি হাদিসের নিয়মের মধ্যে জাতীর রক্ষার জন্য আজীবন সংগ্রামকারী জেল ও জুলুমের স্বীকার হওয়া বঙ্গবন্ধু জাতীর শ্রেষ্ঠ শহীদ।
বঙ্গবন্ধুর শাহাদাতের পর তার মিত্যুকে শাহাদাতের মিত্যু হিসেবে প্রচার না করার নেপথ্যে ততকালীন বাম ও রামদের চক্রান্ত ছিল এটি উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করে এনএলপির চেয়ারম্যান আরও বলেন, আমরা জাতীর জনককে জাতীর শ্রেষ্ঠ শহীদ উপাধি ঘোষণা করে জাতীর জনক এবং তার পরিবারের প্রতি যে নৃশংসতা করা হয়েছিল তাদের পৃষ্ঠপোষকদের মুখে কুলুপ এঁটে দিতে চাই। কেননা যার জন্য ৩০ লক্ষ বাঙালি শহীদ হলো, তাঁর নামের আগে শহীদ শব্দটি না থাকা বড়ই বেমানান। তাই অবিলম্বে আমরা বঙ্গবন্ধু কন্যা কে আহবান করবো বঙ্গবন্ধুর নামের আগে শহীদ শব্দ ব্যবহার করার রাষ্ট্রীয় ঘোষণা এবং গেজেট প্রকাশ করুন।