ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ও নলছিটি মডেল সোসাইটির বাস্তবায়নে নলছিটি পৌরসভার উপকূলীয় সুগন্ধা নদীর তীরবর্তী চরাঞ্চল মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে স্যানিটেশন কর্মসূচি বাস্তবায়নের জন্য উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মে-২২) সকাল ১০ টায় খোজাখালী ( সারদল) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য নারী নেত্রী মালা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা, আলোচনায় অংশনেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।
সভায় স্বাস্থ্য সন্মত পায়খানা ব্যবহার,পায়খানার পর সাবান দিয়ে হাত ধোঁয়া, খোলা যায়গায় মলত্যাগ না করা,পরিবেশ বান্ধব লেট্রিন তৈরি, উন্নত স্যানিটেশন ব্যাবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং আসৈনিক মুক্ত পানি ব্যবহার নিশ্চিত করার উপর আলোচনা করা হয়।