বরগুনা থেকে ফিরে দানিসুর রহমান লিমনঃ
বরগুনা জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হানিফ হোসেন বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি। সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা জাতীয় পার্টি যুগ্ম-আহবায়ক ও য়ুব সংহতির কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন। সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. লতিফ ফরাজী, সদস্য সচিব মোঃ মোস্তফা জামান লিটন, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এড. এইচ এম মজিবুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মানিক হোসেন হাওলাদার, অধ্যাপক বিপ্লব মিত্র, অধ্যাপক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এড. বশির আহম্মেদ সবুজ, অর্থ বিষয়ক সম্পাদক লায়ন মোঃ নাসির উদ্দিন সালমান প্রমূখ। সম্মেলনে মোঃ হানিফ হোসেন বাবুকে সভাপতি, মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা রাজুকে সিনিয়র সহ-সভাপতি ও তরিকুল ইসলাম তুহিনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করে জেলা যুব সংহতির কমিটি ঘোষণা দেয়া হয়।