সুমনা খানম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় নিখোঁজের ১৬ ঘন্টা পর বাড়ির পিছনের বাগানে গর্তে মাটি চাপা দেয়া অবস্থায় মোসা: রশোনা (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতবক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল রাত নয়টার দিকে প্রতিবেশিদের বাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে নিখোঁজ হন রশোনা। পরে রাতে অনেক খোঁজাখুঁজি শেষে না পেয়ে সকালে আবার খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে সকালে হাওলাদার বাড়ির পিছনের একটি বাগানে নতুন একটি গর্তের সন্ধান পেয়ে
999 নাম্বারে ফোন দেন
স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গর্ত খুঁড়ে নিখোঁজ রশোনার মরদেহ শনাক্ত করে। টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি নিহতের স্বজনদের।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, স্থানীয়দের কাছে নিখোঁজের খবর পেয়ে গর্তে মাটিচাপা অবস্থায় মরদেহ শনাক্ত করে পুলিশ। এরপর এ ঘটনায় আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেয়া হয়। সিআইডির সহায়তায় গর্ত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আর সন্দেহভাজন অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।